Pick-up Point

অফিস পিকআপ নির্দেশিকা:
আজকেরশপ ডট কম একটি মাল্টিভেন্ডর ই-কমার্স প্ল্যাটফর্ম। বর্তমানে আমরা শুধুমাত্র অনলাইনে প্রোডাক্ট বিক্রি করি। তবে অনেকের অনুরোধে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের প্রোডাক্টের জন্য অফিস পিকআপ সুবিধা চালু করা হয়েছে।

পিকআপ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বর্তমানে যেসব ব্র্যান্ডের প্রোডাক্ট অফিস থেকে সংগ্রহ করা যাবে:
A4Tech
Adata
Asus
Boya

Cudy
Hohem
Lexar
Microlab

PNY
Rapoo
Ugreen
Vention

অফিস পিকআপের নিয়মাবলি:
1. পিকআপের আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে।

2. অফিস পিকআপের ক্ষেত্রে শুধু বিকাশ, নগদ, রকেট, উপায় ও ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হবে। অফিস পিকআপ ক্ষেত্রে ক্যাশ পেমেন্ট করা যাবে না।

ব্যাংক পেমেন্ট: City Bank - IBBL - Pubali Bank - Cellfin অথবা NPSB মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

3. অফিস পিকআপ সংক্রান্ত সকল তথ্য ও কনফার্মেশনের জন্য আমাদের WhatsApp নম্বর: 01766573490-এ যোগাযোগ করুন।

অফিস লোকেশন:
Building: Global Brand PLC
6th Floor, 65 Lake Circus, Kalabagan, (Dolphin Goli), Dhaka-1205

যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।